ল্যাপটপেও আসছে টেন এক্স

২৭ অক্টোবর, ২০১৯ ১৯:৩৩  
মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ টেন এক্স–এর আভ্যন্তরীন নকশা সংশ্লিষ্ট ফাঁস হওয়া নথি থেকে এসব তথ্য জানা গেছে। অবশ্য নথিটি পরে অফলাইনে নিয়ে যাওয়া হয়েছে। অবশ্য তার আগেই নথি থেকে ফাঁস হয়ে নতুন অপারেটিং সিস্টেম নিয়ে আদতে কী পরিকল্পনা রয়েছে মাইক্রোসফটের। দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, সারফেস নিও-এর মতো অন্যান্য ডুয়াল স্ক্রিন ডিভাইসেও চালানো সম্ভব হবে নতুন ওই অপারেটিং সিস্টেমটি। নতুন নকশায় স্টার্ট মেনুর নাম দেওয়া হয়েছে ‘লঞ্চার’। আগের চেয়েও ভালোভাবে ‘সার্চ’ করতে পারবে ‘লঞ্চার’। ওয়েক মোডে আসলেই তাৎক্ষণিকভাবে ব্যবহারকারীকে চিনতে পারবে উইন্ডোজ হ্যালো ফেইস এবং চেনার পরপরই দ্রুত তাকে পৌঁছে দেবে ডেস্কটপে।